একইস্থানে স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের সভাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে আগামী ৯ নভেম্বর সকাল ১০ টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল করিম।
স্থানীয়রা জানান, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ দবিরুল ইসলাম এবং জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহ. সাদেক কুরাইশীর মধ্যে বেশকিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের অনুসারীদের মধ্যে ইতিপূর্বে তিনবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এদিকে, আজ বেলা ১১ টায় উপজেলার বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য সভা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু একদল কমিটি গঠনের পক্ষে, অন্যদল বিপক্ষে। এনিয়ে সকাল থেকে দু’টি গ্রুপ লাঠিসোটা নিয়ে বকুয়া ইউনিয়ন অফিসে একত্রিত হতে থাকে।
এমন পরিস্থিতিতে সংঘর্ষের আশঙ্কায় হরিপুর ইউএনও বকুয়ার চাপধাবাজার এলাকায় অবস্থিত আওয়ামীলীগ অফিসসহ তার চারিদিকে ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান