চীনের পূর্ব উপকূলে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষে দুই বাংলাদেশিসহ ৩২ নাবিক নিখোঁজ হয়েছে।
রোববার ৭জানুয়ারি চীনের পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে চীনে পূর্ব উপকূল থেকে ১৬০ মাইল দূরে গভীর সমুদ্রে পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার ও হংকংয়ের পতাকাবাহী কার্গো জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিখোঁজ নাবিকদের ৩০ জন ইরানের নাগরিক।
চীনের পরিবহন মন্ত্রণালয় জানায়, সংঘর্ষের পর তেলবাহী ট্যাংকারটি ডুবে যায়। নিখোঁজ নাবিকদের সবাই তেলবাহী ট্যাংকারের নাবিক। মন্ত্রণালয় আরও জানায়, দুর্ঘটনার পর কার্গো জাহাজে থাকা ২১ নাবিকের সবাইকেই উদ্ধার করা হয়েছে, যাদের সবাই চীনের নাগরিক।
ট্যাংকারটি ইরান থেকে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিল। দুর্ঘটনার ট্যাংকারটি ডুবে যাওয়ায় সমুদ্রে তেল ছড়িয়ে পড়েছে।
দুর্ঘটনার পর চীনের পক্ষ থেকে উদ্ধার অভিযান চালাতে আটটি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
আজকের বাজার:এসএস/৭জানুয়ারি ২০১৮