চট্টগ্রাম মহানগরের খুলশি থানার মতিঝরনা এলাকায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। অপরদিকে কুমিল্লায় পুলিশের সঙ্গে আরেক কথিত ‘বন্দুকযুদ্ধে’ খোরশেদ আলম ওরফে কানা খোরশেদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের ও পুরিশের দাবি, এরা সবাই মাদক ব্যবসায় জড়িত ছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। চট্টগ্রামে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রেখেছে পুলিশ। পুলিশ এদের পরিচয় জানান চেষ্টা করছে। তবে ব্যাব বলছে, এরা মাদক ব্যবসায়ী।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিনতানুর রহমান ‘বন্দুকযুদ্ধের’ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে ৮৫ কেজি গাঁজা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে হয়েছে বলেও তার দাবি।
অপরদিকে কুমিল্লার ঘটনায় নিহত খোরশেদ জেলার দেবীদ্বার উপজেলার গংগানগর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
নিহত ব্যক্তির বিরুদ্ধে দেবীদ্বারসহ কুমিল্লা, ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।