নাটোর ও গাজীপুর জেলায় পৃথক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় দুজন নিহত হয়েছেন।
সোমবার (২৭ আগস্ট) দিবাগত রাতে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
নাটোরের লালপুর উপজেলায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মেহের আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাবের দাবি, নিহত মেহের আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও মাদকসহ ১৪টি মামলা রয়েছে।
মেজর শিবলী জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চামটিয়া এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। এ সময় তাদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলিবিনিময় হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে মেহের আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে গাজীপুরের টঙ্গীতে প্রত্যাশার মাঠ এলাকায় রাত সাড়ে ৩টার দিকে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শরিফুল ইসলাম নামে একজন নিহত হন। তিনি মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
টঙ্গী থানার ওসি কামাল হোসেনের দাবি, বন্দুকযুদ্ধের খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুলের মরদেহ উদ্ধার করে। তারা ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ব্যাপক গোলাবারুদ ও মাদক দ্রব্য উদ্ধার করেছে।
আজকের বাজার/এমএইচ