পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে দক্ষিণ আফ্রিকায় । সেখানে বাংলাদেশ দল স্বাগতিকদের সাথে খেলবে দুইটি টেস্ট , তিনটি ওয়ানডে আর দুটি টি-২০ ম্যাচ । আগামী ২৮ সেপ্টেম্বর পাঁচদিনের টেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই সিরিজ । তবে তার আগে আজ বাংলাদেশ খেলছে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ ।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রথম পরীক্ষায় নেমেছে বাংলাদেশ। বেনোনির শাহারা গ্রাউন্ডে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হয়েছে মুশফিকুর রহীমদের মিশন।
প্রস্তুতি ম্যাচে টস ভাগ্যে জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিক । টস জিতে ব্যাট করতে নেমেছে টাইগাররা ।
এরমধ্যেই দারুণ দুটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছে অধিনায়ক মুশফিক আর মমিনুল হক । বাংলাদেশের হয়ে আজ ওপেন করছেন তামিম ইকবাল সৌম্য সরকার ।
তামিমের দুর্ভাগ্য মাত্র ১৩ বলে ৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেছেন । এরপর খেলতে থাকেন সৌম্য সরকার আর ইমরুল কায়েস । যদিও হাফ সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত সফল হন নি সৌম্য । সৌম্য সরকার ৬৯ বলে ৪৩ রানে আউট হয়েছেন । তিনি মেরেছেন আটটি চার । দলীয় ৮৪ রানে সৌম্যর পর দ্রুত বিদায় নেন ইমরুলে । তিনি আউট হয়েছেন ব্যক্তিগত ৩৪ রানে ।
অল্প রানের ব্যবধানে সৌম্য আর কায়েসের বিদায়ের পর দারুণ জুটি গড়েছেন মুশফিক আর মুমিনুল । তারা গড়েছেন শতরানের পার্টনারশিপ ।
মুমিনুল ক্রিজে আছেন ৫৭ বলে ৫৬ রান করে । অন্যদিকে মুশফিক ৫০ রান করেছেন ৭১ বলে ।
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের স্কোয়াডঃ
এইডেন মারক্রাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুহলে কেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবাইর হামসা, হেনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লনডিসওয়া জুমা।
বাংলাদেশ স্কোয়াডঃ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাশ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, রুবেল হোসেন, শফিউল ইসলাম।
আজকের বাজার: সালি / ২১ সেপ্টেম্বর ২০১৭