ফরিদপুরের ভাঙ্গায় বিষ্ফোরক, অস্ত্র ও মাদকসহ অন্তত দুই ডজন মামলার আসামি শহিদুল ইসলাম ওরফে কানা মানিক এর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ফরিদপুর-মাওয়া মহাসড়কে ভাঙ্গা উপজেলার বগাইল নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শহিদুল ওরফে মানিক এর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর গ্রামে। দীর্ঘদিন যাবত মানিক ফরিদপুর শহরের গুহলক্ষিপুর এলাকায় বসবাস করতো। তার বাবার নাম রতন মোল্লা।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, সকালে পথচারীরা মরদেহ দেখত পেয়ে পুলিশকে জানালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সাথে কথা বলে তার পরিচয় সনাক্ত করা হয়। তার নামে ফরিদপুরের বিভিন্ন থানায় বিষ্ফোরক, অস্ত্র, ডাকাতি ও মাদক মামলা রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
আজকের বাজার/লুৎফর রহমান