দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দুইদিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেছেন। এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন । এ সফরে  রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের কুতুপালংয়ে যাবেন তিনি।

সোমবার ১৮ডিসেম্বর দিনগত রাত পৌনে ৯টার দিকে একটি টার্কিশ এয়ারক্রাফটে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বিনালি ইলদিরিম এ সফরে আসেন।

সফরকালে বিনালি ইলদিরিম  মঙ্গলবার ১৯ডিসেম্বর  সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।  এছাড়া ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন বিনালি ইলদিরিম। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু গত সেপ্টেম্বরে বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। বুধবার,২০ডিসেম্বর তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তুরস্কের প্রধানমন্ত্রী।

আজকের বাজার:এসএস/১৯ডিসেম্বর ২০১৭