টাইগার শ্রফ অভিনীত সিনেমা বাঘি-থ্রি। গত শুক্রবার মুক্তি পেয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত এই সিনেমা।
বাঘি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এটি। আগের দুই সিনেমার তুলনায় বাঘি-থ্রিতে আরো বেশি অ্যাকশন দেখা গেছে। যে কারণে বক্স অফিস নিয়ে আরো বেশি আশাবাদী নির্মাতারা। যদিও মুক্তির পর সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
এদিকে মুক্তির প্রথম দিনেই বাঘি -থ্রি আয় করেছে ১৭.৫০ কোটি রুপি। দ্বিতীয় দিন বক্স অফিসে আরো ১৬.০৩ কোটি রুপি যোগ হয়েছে। দুই দিনে এর আয় দাঁড়িয়েছে ৩৩.৫৩ কোটি রুপি।
২০১৬ সালে বাঘি ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায়। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ। প্রথম দিন ১১.৯৪ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি। সপ্তাহ শেষে আয় দাঁড়িয়েছিল ৩৮.৫৮ কোটি রুপি।
এরপর ২০১৮ সালে মুক্তি পায় বাঘি-টু। আহমেদ খান পরিচালিত এই সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেন দিশা পাটানি। বাঘি-টু মুক্তির প্রথম দিনে ২৫.১০ কোটি রুপি আয় করে। পাশাপাশি প্রথম সাতদিনে একশ কোটি রুপি আয়ের সিনেমার তালিকায় নাম লেখায় এটি।
বাঘি-থ্রি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আহমেদ খান পরিচালিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— শ্রদ্ধা কাপুর, অঙ্কিতা লোখান্ডে, রিতেশ দেশমুখ প্রমুখ।
আজকের বাজার/শারমিন আক্তার