দুই পাইলটের মরদেহ উদ্ধার

যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রাতেই তাদের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ। বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে সোমবার (২ জুলাই) সকাল থেকে আবারও কাজ শুরু হয়েছে।

আইএসপিআর জানায়, বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে রাত্রিকালীন প্রশিক্ষণ নিতে কে-এইট ডব্লিউ বিমানটি উড্ডয়ন করে। রোববার রাত পৌনে দশটার দিকে দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড়ে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর আসে।

এর পর পরই তল্লাশি অভিযানে নামে ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর উদ্ধারকারী দল। বৈরি আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরএম/