দুই পুত্র সন্তানের বাবা হলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বার্তা সংস্থা এএফফির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দ্য মেইল।
প্রতিবেদনে অ্যাসাঞ্জের সঙ্গে তার দুই সন্তানের ছবিও প্রকাশ করা হয়েছে। এক সাক্ষাৎকারে তার প্রেমিকা স্টেলা মরিস জানান, ২০১৫ সালে জুলিয়ান অ্যাসাঞ্জকে আইনি সহায়তা দিতে গিয়ে সম্পর্কে জড়ান তারা। এরপর ২০১৭ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। যদিও এই মুহুর্তে লন্ডনের বেলমার্শ কারাগারে রয়েছেন অ্যাসাঞ্জ। সেখানে থেকেই ভিডিও লিংকের মাধ্যমে তার সন্তানদের জন্মের মুহুর্ত প্রত্যক্ষ করেন।
সম্প্রতি করোনায় অ্যাসাঞ্জের জীবন হুমকির মুখে দাবি করে তার জামিন আবেদন করেন স্টেলা মরিস। যদিও সেই আবেদনে সাড়া দেয়নি আদালত। সেখানে অ্যাসাঞ্জকে তার সন্তানের পিতা দাবি করলে তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ পায়। তবে আদালত তার জামিন আবেদনে সাড়া দেয়নি।
এরআগে যুক্তরাষ্ট্রের বহু গোপন তথ্য ফাঁস করে ইকুয়েডরের লন্ডন অ্যাম্বাসিতে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। এ ঘটনায় তার বিরুদ্ধে চরবৃত্তির মামলা করে যুক্তরাষ্ট্র।