পৃথকভাবে দুই প্রতিবন্ধী নারীকে ধর্ষণের কথা র্যাবের কাছে স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া সবুজ কান্তি ও সিরাজ ব্যাপারী।
এর আগে রবিবার পিরোজপুরের কাউখালি উপজেলার হরিনদারা এলাকা থেকে সবুজকে (৫০) ও ঢাকার যাত্রাবাড়ি থেকে সিরাজ ব্যাপারীকে (৫০) গ্রেপ্তার করা হয়।
বিকালে র্যাব-৮ এর সদর দপ্তর থেকে জানানো হয়, ১২ অক্টোবর মহানগরের এয়ারপোর্ট থানাধীন ইছাকাঠি গ্রামের প্রতিবন্ধী এক নারীকে (৩০) ধর্ষণ করে সবুজ কান্তি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হলে ছায়া তদন্ত শুরু করে র্যাব-৮। এ ঘটনায় এলাকাজুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হলে সর্বশেষ রবিবার ভোরে সবুজ কান্তিকে পিরোজপুর থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন সবুজ কান্তি।
এদিকে, গৌরনদীর বাটাজোর এলাকায় ৪ অক্টোবর এক শারীরিক প্রতিবন্ধী মেয়েকে (১৬) ধর্ষণ করে প্রতিবেশী সিরাজ ব্যাপারী। ঘটনার পর মামলার আসামি সিরাজ ব্যাপারী পলাতক ছিলো। রবিবার তাকে গ্রেপ্তারে সক্ষম হয় র্যাব। পরে র্যাবের কাছে সিরাজ প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে।