দুই বাসের রেষারেষিতে প্রথমে হাত হারানো পরে মৃত্যু হওয়া রাজিবের ঘটনার রেশ না কাটতেই এবার দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল এক বিজ্ঞাপন কর্মকর্তার।
প্রাণ হারানো বিজ্ঞাপন কর্মকর্তার নাম মো. নাজিম উদ্দিন (৩৮)। তিনি ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৭ মে) সকাল পৌনে ১০টার দিকে সায়দাবাদ জনপদ মোড় সংলগ্ন ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে ঢামেকের ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়াবিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওভারটেক করা নিয়ে দুই বাসের মধ্যে রেষারেষি চলছিলো। এ সময় হঠাৎই একটি বাস অারেকটি বাসকে ওভারটেক করার সময় তাকে চাপা দেয়। পরে গুরুত্বর অাহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় মনজিল পরিবহনের একটি বাস আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাসেল/