সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের দুই মামলায় হাইকোর্টের দেয়া আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা পৃথক দুটি আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আমির খসরুরর পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদদ আহমদ।
নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ফাঁস হয়।
এ অডিওতে শিক্ষার্থীদের উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করে চট্টগ্রামের কোতোয়ালী থানায় আমির খসরুর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
এছাড়া ৫ আগস্ট পুলিশ বাদী হয়ে একই অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা করেন।
এ মামলা দুটিতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে গত ২৭ আগস্ট হাইকোর্ট চট্টগ্রামের মামলায় ৬ সপ্তাহ এবং ঢাকার মামলায় ৭ সপ্তাহের আগাম জামিন দেন।
ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক দুটি আবেদন জানান। সোমবার আবেদন দুটি খারিজ করেন আপিল বিভাগ।
আজকের বাজার/এমএইচ