গ্রেপ্তার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক তোফাজ্জল হোসেন অস্ত্র ও মাদকের ওই দুই মামলায় সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে প্রত্যেকটিতে ৫ দিন করে রিমাণ্ডের আদেশ দেন।
আদালতে ২০ জনেরও বেশি আইনজীবী সম্রাটের পক্ষে এবং সরকারি কৌশলী (পিপি) মো. আব্দুল্লাহ আবু রাষ্ট্র পক্ষে দাঁড়ান।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করে র্যাব। পরে সম্রাটের কাকরাইল অফিস থেকে ক্যাঙ্গারুর চামড়া উদ্ধারের পর র্যাবের ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। ওই দিনই তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনেও মামলা করা হয়।
গত ৮ অক্টোবর কারাগারে বুকে ব্যথা অনুভব করলে ‘অসুস্থ’ সম্রাটকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে গত ১২ অক্টোবর তাকে আবারও কারাগারে নেয়া হয়।
আজকের বাজার/এমএইচ