দুই মাস পরে রোববার আল আকসা মসজিদের দরোজা খুলে দেয়া হল

করোনা ভাইরাসের কারণে দুই মাসের বেশী সময় বন্ধ থাকার পরে মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ চত্বর রোববার পুনরায় খুলে দেয়া হয়েছে। ইসলামে সৌদি আরবের মক্কা ও মদিনার পরেই তৃতীয় পবিত্র স্থান এই আল আকসা মসজিদ।
এএফপির সাংবাদিক এই মসজিদ চত্বর থেকে জানান,আজ খুব ভোরে মুসল্লিরা সুরক্ষা মাস্ক পড়ে ফজরের নামাজের জন্য মসজিদ চত্বরে প্রবেশ করেছেন।
করোনা ছড়িয়ে পরা রোধে গত মার্চ থেকে পূর্ব জেরুসালেমে অবস্থিত এই মসজিদের দরোজা বন্ধ ছিল।