কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো দুই রোহিঙ্গার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বিকেলে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার জেলার ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া থেকে মোট ১৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর ১২ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে উখিয়ার নম্বাসিয়া ও কুতুপালংয়ের দুইজন রোহিঙ্গা রয়েছে। এনিয়ে কক্সবাজারে করোনা রোগী শনাক্ত হলো ১৩১ জন।