বাড়িতে মাত্র দু’টি লাইট জ্বলে। না রয়েছে ফ্রিজ, মোটর বা অন্য কোনও দামি ইলেকট্রনিক সরঞ্জাম। তবুও বিদ্যুৎ বিল এলো ভারতীয় মূুদ্রায় ৮ লাখ ৬ হাজার ৩১১ টাকা। বিল দেখে চক্ষু চড়কগাছ পেশায় ছাতু বিক্রেতা অর্জুন প্রসাদের।
গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নাগরাকাটা এলাকায়। স্কুল মোড়ের বাসিন্দা অর্জুন প্রসাদের নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। এর মধ্যেই বিনা মেঘে বজ্রপাতের মতো বিদ্যুৎ বিল এসেছে বাড়িতে।
জানা গিয়েছে, গত মঙ্গলবার বিদ্যুৎ দফতরের এক কর্মী অর্জুনের বাড়িতে বিলটি দিয়ে যান। সেই সময়ে অর্জুন বাড়িতে ছিলেন না। বিকেলে বাড়ি ফিলে বিলের অঙ্ক দেখেই বাকরুদ্ধ হয়ে যান তিনি। তিন মাসের বিল বাবদ সদ্য ১৮৩০ টাকা মিটিয়ে এসেছিলেন। এর মধ্যেই আবার ৮ লাখ টাকার বিল কিভাবে এলো, তা বুঝে উঠতে পারছিলেন না।
মানসিক চাপ সহ্য করতে না পেরে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন অর্জুন। প্রতিবেশীরা তাঁকে অভয় দেওয়ার পরে কিছুটা স্বাভাবিক হন।
নাগরাকাটা বিদ্যুৎ দফতরের আধিকারিক রবিন রায় বলেন, ‘‘যত দ্রুত সমস্যা মিটে যায়, আমরা তার ব্যবস্থা করছি।’’
সূত্র: এবেলা
আজকের বাজার:এসএস/এলকে ২৮ ডিসেম্বর ২০১৭