দুই শিক্ষক নেতা আটক, আন্দোলন প্রত্যাহারের দাবিতে মুক্তি

২০১৮-১৯ সালের প্রস্তাবিত বাজেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে সুনির্দিষ্ট বরাদ্দ না রাখায় আন্দোলনের ডাক দেয় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আন্দোলন শুরুর পূর্বেই দুই শিক্ষক নেতাকে আটক করে পুলিশ। আন্দোলন প্রত্যাহারের শর্তে আবার তাদের ছেড়েও দেওয়া হয়।

এমপিওর দাবিতে অবস্থানরত নন এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে বেলা সোয়া এগারোটার দিকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। দেড় ঘন্টা থানায় বসিয়ে রেখে তাদের ছেড়ে দেওয়া হয়।

মুক্ত হওয়ার পর ফের জাতীয় প্রেসক্লাবের সামনে ফিরে আসেন তারা।

সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘রমজানে রাজপথে জমায়েত না করে আমাদেরকে বাড়ী চলে যেতে অনুরোধ করছেন পুলিশ। কিন্তু আমারা জানিয়েছি আমরা শিক্ষক। শান্তিপূর্ণভাবেই আমরা কর্মসূচি পালন করবো। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এমপিও ছাড়া বাড়ি ফিরে যাবে না।’

তিনি আরএ বলেন, এখন আমরা মিটিং করছি। মিটিংয়ের আলোচনার মাধ্যমে পরবর্তী কার্য পরিকল্পনা নির্ধারণ করা হবে।

এর আগে শাহবাগ থানা পুলিশ সংগঠনটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণকে আটক করে। এতে প্রতিবাদে ফেটে পড়েন উপস্থিত শিক্ষকরা।

রাসেল/