অর্থ আত্মসাতের মামলায় দুই সহযোগীসহ ক্যাসিনো ব্যবসার মূল হোতা সেলিম প্রধানের ফের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত দুই সহযোগী রোমান ও আক্তারুজ্জামানসহ সেলিমকে ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. শহিদুল ইসলাম প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।
চলতি মাসের শুরুর দিকে মাদকের এক মামলায় ওই তিনজনকে চার দিন করে রিমান্ড দিয়েছিল আদালত।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র্যাব-১।
পরবর্তীতে তার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার মতো স্থানীয় ও আন্তর্জাতিক মুদ্রা জব্দ করা হয় এবং সেলিমের দুই সহযোগী রোমান ও আক্তারুজ্জামানকে আটক করা হয়।
এ অভিযানে ৪১ বোতল বিদেশি মদ, ১২টি পাসপোর্ট, ৩২টি চেক, একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ এবং পাঁচটি মাস্টার কার্ডও জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আজকের বাজার/এমএইচ