দুগ্ধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে দেশে একটি ডেইরি বোর্ড প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
২০ নভেম্বর সোমবার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, এ জন্য বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০১৭’র প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, দেশকে দুগ্ধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করতে বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের মাধ্যমে জনপ্রতি ৪টি গরুর জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা এবং ১৩টি বাণিজ্যিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বন্ধকবিহীন শতকরা ৫ ভাগ সরল সুদে ঋণ দেওয়া হচ্ছে। এ কার্যক্রম দেশে ছোট ছোট খামার গড়ে তোলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
মন্ত্রী বলেন, এ কর্মসূচির আওতায় গত সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১৭৫ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
সরকারি দলের সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে ছায়েদুল হক বলেন, দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চলতি অর্থবছরে ১৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পসমূহে ৩৯৭ কোটি ১ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ২০ নভেম্বর ২০১৭