হজযাত্রার নবম দিনে বাংলাদেশ এয়ারলাইন্সের দু’টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন ৮ শতাধিক হজযাত্রী।
আশকোনা হজ ক্যাম্পে যাত্রার অপেক্ষায় থাকা মুসল্লিরা জানান, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১০ টা ৩৫ মিনিটে ছাড়ার কথা ছিলো। কিন্তু বিমানটি যথা সময়ে না পৌঁছায় ফ্লাইট ছাড়ার সময় পিছিয়ে যায়।
এ বিমানে যাত্রীদের নিয়ে অপর একটি ফ্লাইট বিকেল ৩টার পরে ছাড়ার কথা থাকলেও, আরও দেড়ি হওয়ার আশঙ্কায় আছেন মুসল্লিরা। এছাড়া, আরেকটি ফ্লাইট বিকেল ৪টা ৩৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও, বিমান ফিরতে দেড়ি হওয়ার কারণে সেটি রাত ১টার পর ছাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফ্লাইট দু’টির ৮শ শতাধিক যাত্রীর হজযাত্রা বিলম্ব হচ্ছে। আজ সরকারি ও বেসরকারি মোট ১১টি বিমান জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
আজকের বাজার/আরআইএস