বিদেশি ক্রেতার সঙ্গে পূর্ব নির্ধারিত আলোচনা থাকার কারণ দেখিয়ে আজও দুর্নীতি দমন কমিশনে (দুদদক) হাজির হননি হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এ কে আজাদ।
তবে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) আজাদকে ১০ দিনের সময় দিয়ে ফের ২২ মে তলব করেছে। দুদকের গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার একথা জানিয়েছেন।
মঙ্গলবার (৮ মে) দুদক থেকে পাঠানো এক চিঠিতে তাকে ৯ মে সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর স্বাক্ষর করা চিঠিতে দ্বিতীয়বারের মতো তাকে ডাকা হয়।
এর আগে গত ২১ মার্চ চিঠির মাধ্যমে গত ৩ এপ্রিল আজাদকে প্রথম তলব করা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে সময় বৃদ্ধির আবেদন করেছিলেন তিনি। তার বিরুদ্ধে কর-ভ্যাট ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ অক্টোবর হা-মীম গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী এ কে আজাদের ফনিক্স টাওয়ারের কার্যালয়ে অভিযোগ অনুসন্ধানে অভিযান করেছিল দুদক। দুদকের হটলাইন ‘ওয়ান জিরো সিক্স’ নম্বরে এফবিসিসিআইয়ের প্রাক্তন এই সভাপতির বিরুদ্ধে সরকারি জমি আত্মসাতের অভিযোগ আসলে দুদক পরিচালক যায়েদ হোসেন খানের নেতৃত্বে একটি টিম ফনিক্স টাওয়ারের অফিসে যান। প্রায় এক ঘণ্টা ফিনিক্স টাওয়ারে অবস্থান করে ব্যবসায়ী এ কে আজাদকে না পেয়ে তার অফিসের কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নিয়ে চলে আসেন। এর পরপরই ওই অভিযোগসহ অবৈধ সম্পদ ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
আজকের বাজার/ এমএইচ