বাংলাদেশ জাতীয় ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে উপস্থিত হয়েছেন।
রোববার রাজধানীর সেগুনবাগিচার ওই কার্যালয়ে সকাল ১০ টার দিকে তিনি উপস্থিত হন। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি সাকিব। অন্যদিকে ঠিক কী কারণে তিনি দুদক কার্যালয়ে এসেছেন এ বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত এই বিশ্বসেরা অলরাউন্ডার। গত বছরের সাকিব আল হাসানকে দুদক থেকে শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব দেয়া হলে সে প্রস্তাবে রাজি হন তিনি।
সম্প্রতি, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞার কবলে পড়েন বিশ্বসেরা আলরাউন্ডার ও বাংলাদেশের টেস্ট ও টি-টিয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে তিনি ভুল স্বীকার করে নেয়ায় তাকে এক বছর নিষিদ্ধ থাকতে হবে। ২০২০ সালে তিনি আবার ক্রিকেট খেলতে পারবেন।
আজকের বাজার/এমএইচ