দুদকে হাজির হতে সময় চাইলেন এ কে আজাদ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে মঙ্গলবার, ৩ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করেছিলো। তবে উপস্থিত না হয়ে হাজিরার জন্য চিঠির মাধ্যমে সময়ের আবেদন করেছেন তিনি।

মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টার দিকে এ কে আজাদের পক্ষে দুইজন আইনজীবী দুদক কার্যালয়ে এসে সময়ের আবেদন করেছেন।

জানা যায়, গত ২১ মার্চ দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদিন শিবলী স্বাক্ষরিত চিঠিতে এ কে আজাদকে মঙ্গলবার তলব করা হয়।

চিঠিতে নিজে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানপূর্বক অনুসন্ধান কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।

আরএম/