দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিন আবেদন ফেরত দিয়েছে আদালত।
মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এনামুল বাছিরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোটেক খুরশিদ আলম খান।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে গত ১ সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন করেন এনামুল বাছির।
গত ২৩ জুলাই খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
গত ২২ জুলাই রাতে রাজধানীর দারুস সালামের লালকুঠি এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে এনামুল বাছিরকে গ্রেফতার করে দুদক। ২১ জুলাই ঘুষ কেলেঙ্কারির মামলায় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে গ্রেফতার দেখানো হয়।
৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় এনামুল বাছির ও ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ১৬ জুলাই মামলা করা হয়। ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও রেকর্ডের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
আজকের বাজার/এমএইচ