দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হলেন জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
সোমবার, ১৭ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশন সভার সর্বসম্মতি সিদ্ধান্তে তাকে পরিচালক হিসাবে পদায়ন করা হয়েছে।
পদায়ন করার পর আজ সোমবারই প্রনব পরিচালক হিসাবে যোগদান করেছেন। গত ৬ ফেব্রুয়ারি কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রনব কুমার ভট্টাচার্য্য ২০০৯ সালে ২৬ অক্টোবরে সহকারী পরিচালক যোগদান করেন। এরপর পদোন্নতি পেয়ে ২০১০ সালের ৭ ডিসেম্বর উপপরিচালক হিসেবে জনসংযোগ দপ্তরের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২৪ তম বিসিএসের তথ্য ক্যাডারে চাকরি জীবন শুরু করেন।
ব্যাক্তিগত জীবনে প্রনব দুই সন্তানের জনক।
আজকের বাজার/এমএইচ