দুদার্ন্ত জয় দিয়ে বিগ ব্যাশ শুরু সিডনি থান্ডার

BRISBANE, AUSTRALIA - DECEMBER 17: Callum Ferguson of the Thunder hits the ball over the boundary for a six during the Big Bash League match between the Brisbane Heat and the Sydney Thunder at The Gabba on December 17, 2019 in Brisbane, Australia. (Photo by Bradley Kanaris/Getty Images)

বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে সিডনি থান্ডার। অধিনায়ক কালাম ফার্গুসনের ঝড়ো ব্যাটিংয়ে ব্রিসবন হিটকে ২৯ রানে হারিয়েছে দলটি।

ব্রিসবনের গ্যাবায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিডনি থান্ডার। তবে ব্যাটিংয়ে নেমে ৩০ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে দলটি। দলীয় ২৪ রানে উসমান খাজা ও ৩০ রানে অ্যালেক্স হেলস আউট হন। এরপর দলীয় ৩৮ রানে আউট হন ম্যাথিউ। অ্যালেক্স রোজকে নিয়ে দলীয় স্কোর ১০০ পার করেন ফার্গুসন। তবে ১০১ রানে রোজ ও ড্যানিয়েল স্যামস আউট হলে জোড়া ধাক্কা খায় সিডনি।

রোজ ৩০ ও স্যামস শূন্য রান করে আউট হন। এরপর ক্রিস গ্রিনক নিয়ে আবারও বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন ফার্গুসন। ২৫ রান করে গ্রিনও আউট হয়ে যান। তবে ৪৪ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন ফার্গুসন। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭২ রান। ব্রিসবনের বোলার বিচেল সুয়েপসন দুটি উইকেট শিকার করেন।

১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্রিসবনের শুরুটাও ভালো হয়নি। স্কোরবোর্ডে ১৮ রান উঠতেই টম বেন্টনের উইকেট হারায় তারা। এরপর ৩০ রানে ম্যাক্স ব্র্যান্ট ও ৪০ রানে আউট হন ক্রিস লিন। এরপর স্কোরবোর্ডে ১০০ উঠতে আরও দুই উইকেট হারায় তারা।

নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়ে ১৯.২ ওভারে ১৪৩ রানেই অল আউট হয় ব্রিসবন। ফলে ২৯ রানের জয় পায় সিডনি। ব্রিসবনের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন বেন কাটিং। এছাড়া ম্যাট রেনসো করেন ২৬ রান। সিডনির বোলার ড্যানিয়েল স্যামস, জোনাথন কুক, ক্রিস গ্রিন ও অর্জুন নয়ার দুটি করে উইকেট লাভ করেন।

আজকের বাজার/আরিফ