দু’দিন কিছুটা কম থাকার পর, ২৪ ঘণ্টায় ফের সাড়ে ছয় হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন দুই লাখ ১৮ হাজার। সংক্রমণ ছাড়িয়েছে ৩১ লাখ। যুক্তরাষ্ট্রেই আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ।
গতকাল আড়াই হাজার মৃত্যুর পর, দেশটিতে প্রাণহানি এখন ৬০ হাজারের কাছাকাছি। যুক্তরাষ্ট্রের পর এদিন সর্বাধিক মৃত্যু দেখেছে যুক্তরাজ্য আর ব্রাজিল। দু’সপ্তাহে যুক্তরাজ্যে দৈনিক প্রাণহানি ছ’শ’তে নেমে এলেও, প্রথমবার একদিনে পাঁচ শতাধিক মৃত্যু হয়েছে ব্রাজিলে।
লাতিন আমেরিকার আরেক দেশ ইকুয়েডরেও এদিন রেকর্ড প্রাণহানি হয়েছে করোনায়। একদিনেই দেশটিতে মৃত্যুর হার আড়াই গুণ বেড়ে দু’শ’ ছাড়িয়েছে। তবে ইতালি-স্পেন-ফ্রান্স-যুক্তরাজ্যে সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতা অব্যাহত। দেশ চারটিতে মৃতের সংখ্যা এক লাখের কাছাকাছি। আক্রান্ত সাড়ে সাত লাখ। ইউরোপের অন্যান্য দেশের মধ্যে ১৮ হাজার প্রাণহানির পর পরিস্থিতির উন্নতি হচ্ছে বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ডসেও।