জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে কানাডার পথে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবাইয়ে যাত্রাবিরতি শেষে টরন্টোর উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে জি-সেভেন আউটরিচ সম্মেলনে ।ওই সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও কয়েকটি দেশের সরকারপ্রধান ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে কানাডা সরকার।
শেখ হাসিনা বৃহস্পতিবার (৭জুন) সন্ধ্যায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন।
আরব আমিরাতের স্থানীয় সময় রাত ১০টা ৫ মিনিটে তিনি দুবাইয়ে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
দুবাইয়ে যাত্রাবিরতি করে স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী কানাডার উদ্দেশ্যে রওনা হন। টরন্টো হয়ে তিনি পৌঁছাবেন কেব্যাকে।
জানা যায়, কেব্যাকে পৌঁছানোর পর শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় সেখানকার গভর্নরের দেওয়া নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা।
জি-সেভেন আউটরিচ সম্মেলন হবে আগামী শনিবার।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ২০১৬ সালে জাপানে এবং ২০০১ সালে ইতালিতে জি- সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দেন। কানাডা ছাড়া জি -সেভেনের বাকি ছয় সদস্য দেশ হল ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
এবারের আউটরিচ সম্মেলনে সমুদ্রকে দূষণ থেকে রক্ষা করা এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা বৃদ্ধির উপায় খুঁজতে আলোচনা হবে।
সফরের তৃতীয় দিন আগামী রোববার সকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের পর টরন্টো যাবেন শেখ হাসিনা।
সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন।
সূত্রে জানা যায়, স্থানীয় সময় সোমবার দুপুরে টরন্টো থেকে দেশের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুবাইয়ে যাত্রাবিরতি করে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
আজকের বাজার /এসএম