দুবাই টেস্ট : ১৮৬ রানে পিছিয়ে পাকিস্তান

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-শ্রীলংকা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে এখন পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান।

প্রথম ইনিংসে লংকানদের চেয়ে এখনও ২৯৬ রানে পিছিয়ে পাকিস্তান দল, হাতে আছে পাঁচটি উইকেট। এর আগে শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে ৪৮২ রান করে অলআউট হয়।

মাত্র চার রানের জন্য ডবল সেঞ্চুরী মিস করেন করুণারত্নে। ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হওয়ার আগে ১৯টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৪০৫ বলে ১৯৬ রান করেন এ লংকান ওপেনার।

১৮৪ রান খরচ করে লংকানদের ৬টি উইকেট তুলে নেন ইয়াসির শাহ। মোহাম্মদ আব্বাস ২টি এবং ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমির ১টি করে উইকেট পেয়েছেন।

আজকের বাজার : এমএম / ৮ অক্টোবর ২০১৭