বিভিন্ন দেশের কয়েক লাখ মানুষ কাজ করছেন আরব আমিরাতে। তাদের মধ্যে ৫০ হাজার বাংলাদেশী অবৈধ ভাবে আছে। আরব আমিরাত সরকার গত ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে থাকা অভিবাসীদের অক্টোবর মাসের মধ্যে বৈধ হতে হবে। এ সময়ের মধ্যে ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে সরকার। আরব আমিরাতে থাকা বাংলাদেশীরা বলেন, এ সুযোগ কাজে লাগাতে পারলে আরো বেশ কিছু নতুন সুবিধা পাবে বাংলাদেশ। ভবিষ্যতে ধাপে ধাপে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা খোলা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনেরও সুযোগ আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অনেক প্রবাসী।
এর আগে ১৯৯৬, ২০০২, ২০০৭ এবং ২০১৩ সালে সরকার সাধারণ ক্ষমার ঘোষণা দিলেও বৈধ হতে না পারার কারণে প্রায় ১০ লাখ অবৈধ অভিবাসী সংযুক্ত আরব আমিরাত ছাড়তে বাধ্য হন।