দুমকীতে ফেনসিডিলসহ যুবক আটক

পটুয়াখালীর দুমকীতে ৭০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মো. সাইফুল ইসলাম রাসেল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার (৮জুলাই) ভোরে উপজেলার পাগলার মোড় এলাকা থেকে রাসেলকে আটক করা হয়।

রাসেল শহরের চানমারী এলাকার মো. হুমায়ন কবীরের ছেলে।

র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো.হাছান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ রাসেলকে (৩৩) আটক করা হয়।

তিনি আরও জানান,  এ বিষয়ে দুমকী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএম/