আসন্ন দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে এবার ১ হাজার ৪৫০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে।
সোমবার বাংলাদেশের বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ১০ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৪৫০ টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ইতোমধ্যে ৯টি দেশি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে।
গত বছরও সরকার শারদীয় শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল।
আরও পড়ুন: বাজারে সরবরাহ বাড়লেও রুপালী ইলিশের দাম কমেনি।
আজকের বাজার