শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেছেন,‘রাজধানীসহ সারা দেশে প্রতিটি মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। মণ্ডপে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য ২৪ ঘণ্টা কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
বৃহস্পতিবার পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে কমিশনার এ কথা বলেন।
কমিশনার বলেন,‘পূজায় কোনো ধরনের হুমকি নেই। সহিংসতার আশঙ্কা নেই। কোনো গোষ্ঠী বা ব্যক্তি কোনো ধরনের নাশকতা করার সুযোগ পাবে না। আমরা সেভাবে নিরাপত্তা নিশ্চিত করেছি। একইসঙ্গে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে আমরা প্রস্তুত আছি।’
উল্লেখ্য, ৩ অক্টোবর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে ৮ সেপ্টেম্বর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
আজকের বাজার/এমএইচ