সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি তিন দিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ইউএনবি
তিনি বলেন, এবছর প্রাথমিকের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপূজার ছুটি ছিল ৭ থেক ৯ অক্টোবর। আর মাধ্যমিকের ৪ থেকে ১৩ অক্টোবর। প্রাথমিকে আরও দুদিন বাড়িয়ে অর্থাৎ ৫-৯ অক্টোবর ছুটি অনুমোদন করেছে মন্ত্রণালয়।
আজকের বাজার/এমএইচ