দুর্গোৎসব উপলক্ষে শেরপুরে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন হুইপ আতিক

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে জেলা শহরের শ্রী শ্রী গোপাল জিঁউর মন্দিরে ১১ অক্টোবর সোমবার সকাল ১১টায় হিন্দু সম্প্রদায়ের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি এডভোকেট সুব্রত দে ভানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহার সঞ্চালনায় খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় তিনি বলেন, দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। তাই এ উৎসব সার্বজনীন। এ সার্বজনীনতা প্রমাণ করে, ধর্ম যার যার, উৎসব সবার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ নজরুল ইসলাম, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি।

বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ৫শত নারীর মাঝে শাড়ী এবং ৫শত নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত এসব খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, ডাল, আলু ও লবণ। এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ, পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক দেবাশীষ সাহা রায়, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সহ-সাধারণ সম্পাদক বাবন সাহা, নন্দ সাহা, জেলা আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, জেলা পূজা উদযাপন পরিষদ জেলা শাখার কার্যকরি সদস্য মলয় মোহন বল প্রমূখ।

রীতেশ কর্মকার, শেরপুর