সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস (৬০)। আজ সোমবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।
জানা গেছে, দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে এবং কানে আঘাত পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সোমবার দুপুরে জাতীয় দলের তারকা ব্যাটসম্যান ইমরুল কায়েস গণমাধ্যমকে বলেন, সকালে বাবা দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি পা, হাত ও বাম কানে অনেক ব্যথা পেয়েছেন। অবস্থা খারাপ হওয়ায় বিমানে বাবাকে ঢাকায় নিয়ে এসেছি। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করেন।
আজকের বাজার / এ.এ