দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। অপরদিকে এখনো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের অপেক্ষায় আছে ব্রাজিল।
বৃহস্পতিবার কলম্বিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। ৫০তম মিনিটে আগুস্তিন উরসি দলকে এগিয়ে নেয়ার তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নেহুয়েন পেরেস। ৬৭তম মিনিটে ব্যবধান কমায় কলম্বিয়া।
অলিম্পিক বাছাইপর্বে আর্জেন্টিনা ২-১ গোলে কলম্বিয়াকে হারিয়েছে। দুবারের স্বর্ণপদকজয়ীরা এর আগে উরুগুয়েকেও হারিয়েছিল।
এদিকে ব্রাজিলের অলিম্পিক ভাগ্য ঝুলছে। কারণ উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি। শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা।
বাছাইপর্বের শেষ রাউন্ড শেষে আর্জেন্টিনার অর্জন ৬ পয়েন্ট। অন্যদিকে ব্রাজিলের ২, উরুগুয়ে ও কলম্বিয়ার ১ অর্জন পয়েন্ট করে।
আজকের বাজার/আরিফ