মোঁপেলিয়েকে উড়িয়ে বড় জয় পেয়েছে পিএসজি। নিজেদের মাঠে শনিবার ৫-০ গোলের বিশায় জয় পেয়েছে তারা। ২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে টমাস টুখেলের দল।
অষ্টম মিনিটে নেইমারের পাস বাধা পাওয়ার পর দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের দারুণ বাঁকানো শটে পিএসজিকে এগিয়ে নেন পাবলো সারাবিয়া।
অষ্টাদশ মিনিটে দিমিত্রি লাল কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় মঁপেলিয়ে।
৪১তম মিনিটে সারাবিয়ার থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন আনহেল দি মারিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে কনগ্রের আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ৩-০।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরো বাড়িয়ে নেয় পিএসজি; ৫৭তম মিনিটে স্কোরলাইনে নাম লেখান কিলিয়ান এমবাপে। ৬৫তম মিনিটে লেইভিন কুরজাওয়ার গোলে স্কোরলাইন হয় ৫-০।
সপ্তম হারের স্বাদ পাওয়া মোঁপেলিয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।
আজকের বাজার/আরিফ