দুর্দান্ত জয়ে শীর্ষে রিয়াল

স্প্যানিশ লা লিগায় নিজেদের ১৪তম ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দেপার্তিভো আলভেজকে হারিয়ে লিগে নিজেদের নবম জয় তুলে নিয়েছে দলটি। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল লস ব্লাঙ্কোসরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় জিদানের শিষ্যরা। কিন্তু ইডেন হ্যাজার্ডের ইনজুরিতে দলে সুযোগ পাওয়া গ্যারেথ বেলের সে হেড গোলপোস্টে লেগে ফিরে আসে। এরপর প্রথমার্ধের বাকি সময় রিয়ালের ফুটবলাররা আর আলভেজের রক্ষণভাগ ভেদ করতে পারেনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় রিয়াল। ৫২ মিনিটে দলের প্রথম গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের অ্যাসিস্টে গোল করেন তিনি। তবে বেশিক্ষণ লিড রাখতে পারেনি সফরকারীরা। ম্যাচের ৬৩ মিনিটে ডি বক্সে রামোসের ফাউলে পেনাল্টি পায় আলভেজ। সুযোগ পেয়েই কাজে লাগান আলভেজের ফুটবলার লুকাস পেরেজ। তার পেনাল্টি গোলে সমতায় ফেরে আলভেজ। ৬৯ মিনিটে আবারও এগিয়ে যায় রিয়াল। কার্ভাহাল দলের দ্বিতীয় গোলটি করেন। এরপর ম্যাচের বাকি সময় আর কোনো গোল হয়নি। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গত শতাব্দীর সেরা ক্লাবটি।

এ জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

আজকের বাজার/আরিফ