দুর্দিনে তাঁর চলে যাওয়ায় ব্যথিত হয়েছি: খালেদা

নিজের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকারে শহীদ জিয়া প্রবর্তিত ধারাকে অক্ষুণ্ন রাখতে তিনি ছিলেন অবিচল, এক্ষেত্রে তাঁর অবদান বিএনপি নেতাকর্মীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের এই দুর্দিনে তাঁর মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’

১৯ নভেম্বর রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় খালেদা জিয়া এসব কথা বলেন। রোববার বেলা ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আখতার হামিদ সিদ্দিকী মারা যান।

খালেদা জিয়া বলেন, ‘আখতার হামিদ সিদ্দিকী নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী তিনি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও জনগণের কাছে ছিলেন অত্যন্ত সমাদৃত।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বিজ্ঞ পার্লামেন্টারিয়ান আখতার হামিদ সিদ্দিকী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পলনকালে যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণমূলক কাজেও তিনি যে অবদান রেখেছেন সেজন্য এলাকাবাসী তাকে বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছে। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মরহুম আখতার হামিদ সিদ্দিকী নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। মানুষের প্রতি গভীর ভালোবাসাবোধ ও জনকল্যাণের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তিনি এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত আপনজন।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির প্রতিটি কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।’

আখতার হামিদ সিদ্দিকীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান তিনি।

এদিকে অন্য এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আখতার হামিদ সিদ্দিকীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজকের বাজার:এলকে/এলকে ১৯ নভেম্বর ২০১৭