দুর্নীতির অভিযোগ তদন্তে সবধরনের প্রভাবমুক্ত থেকেই দুদক কাজ করছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচকে বাংলাদেশের অগ্রগতিকে উৎসাহজনক বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।
এ সময় ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা দুর্নীতি তদন্তে কোথাও কোন উৎসাহ দেখাইনি। অবহেলাও দেখায়নি। আমরা আমাদের মত চলছি। আমরা কারোও পরিচয় দেখে কিছু করি না। ‘
আরএম/