দুর্নীতির করালগ্রাস থেকে আমাদের বের হতে হবে বলে জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মঙ্গলবার দুদকের সম্মেলন কক্ষে সরকারি উন্নয়ন ও নির্মাণ কাজ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকৌশল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিদ্যুৎখাতে হাজার হাজার অভিযোগ, বিদ্যুতের মিটার দেওয়া হয়নি, মিটার ছাড়া লাইন, খুঁটির সমস্যা আরো অনেক।
তিনি আরো বলেন, প্রভাবশালীদের ক্ষেত্রে কোনো তদবির শুনবেন না। আমাদের জানাবেন, আপনাদের পরিচয় গোপন রাখব। আমি গ্যারান্টি দিচ্ছি তাদের আইনের আওতায় আনা হবে, কিন্তু আপনারা আইন ভঙ্গ করবেন না এবং প্রভাবিত হবেন না।
এ সময় তিনি প্রকৌশল বিভাগকেও দুর্নীতির ব্যাপারে সতর্ক করে দেন।
আরএম/