দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টের মামলা দায়ের সংক্রান্ত কার্যক্রম পরিচালনাকারী অ্যাফিডেভিট শাখার সব কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে।
এফিডেভিট শাখার অনিয়ম নিয়ে প্রধান বিচারপতির ক্ষোভ প্রকাশের একদিন পরেই মঙ্গলবার এ আদেশ দিল সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘সুপ্রিম কোর্টের ফাইলিং এফিডেভিট শাখার সব কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।’
প্রসঙ্গত, সোমবার একটি মামলা আপিল বিভাগের কার্যতালিকায় ৩ নম্বর ক্রমিকে থাকার কথা থাকলেও সেটি ৯০ নম্বর ক্রমিকে দেখা যায়। এ অনিয়মের বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তখন প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কী আর করবো বলেন? সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম রুখতে পারছি না।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘এফিডেভিট শাখা কক্ষে সিসি ক্যামেরা বসালাম, এখন সবাই বাইরে এসে এফিডেভিট করে।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অনেকেই মামলার তালিকা উপর নিচ করে কোটিপতি হয়ে গেছে।খবর ইউএনবি।
আজকের বাজার/লুৎফর রহমান