দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে বেগম জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার ২৫জানুয়ারি বেলা ১১ টা ৪০ মিনিটে তিনি পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে পৌঁছান।

এর আগে ওই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ওই মামলার আসামি সালিমুল হকের পক্ষে তার আইনজীবী আহসান উল্লাহ যুক্তিতর্ক উপস্থাপন করছেন।

এদিকে আদালতে বেগম খালেদা জিয়ার হাজিরা ঘিরে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের বাজার:এসএস/২৫জানুয়ারি ২০১৮