দুর্নীতি টাকার অংকে হয় না বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলা প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিএনপি প্রধান কত টাকার দুর্নীতি করেছে এটা বিষয় না। দুর্নীতি টাকার অংকে হয় না। এতিমের টাকা আত্মসাত করেছে এটি গুরুতর অভিযোগ।’
আগামী ১১/১২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-ভাংগা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন উল্লেখ করে কাদের আরও জানান, ১৭ মার্চ মুজিব বর্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে হেলিকপ্টারে যাবেন না। নতুন এই এক্সপ্রেসওয়ে দিয়ে বাই রোডে যাবেন।
প্রিন্ট মিডিয়া ও বার্তা সংস্থার জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নবম ওয়েজ বোর্ডের বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছে। এটি নিয়ে নোয়াব রিট করেছে। তবে সমস্যার সমাধানে আসতে হলে দুই পক্ষকেই বাস্তবভিত্তিক একটি সিদ্ধান্তে আসতে হবে।
আজকরে বাজার/এমএইচ