দুর্নীতি দমনে বড় ধরনের অভিযান পরিচালনার পর এবার দুর্নীতি তদন্তে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেছে সৌদি আরব। সম্প্রতি দেশটিদে দুর্নীতি বিরোধী অভিযানের সময় দায়ের হওয়া মামলা তদন্তে বিশেষায়িত দুর্নীতি দমন ইউনিট গঠন করা হয়েছে।
বাদশাহ সালমানের এসব সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি।
গত নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে দুর্নীতিবিরোধী অভিযানে ১৭ জন প্রিন্সসহ রাজপরিবারের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়।
আটক হয়েছিল মন্ত্রীসভার সদস্য, শীর্ষ ব্যবসায়ীরাও। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং, ঘুষ নেওয়াসহ নানা অভিযোগ ছিল। অবশ্য সমঝোতার ভিত্তিতে তাদের বেশিরভাগকে ছেড়ে দেয় সৌদি সরকার। বলা হয়ে থাকে, সরকারের সাথে তারা আর্থিক সমঝোতায় পৌঁছেছিল।
এই ধারাবাহিকতায় দুর্নীতি দমনের লক্ষ্যে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
আরএম/