পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তিনি দুর্নীতি কমাতে চেষ্টা করে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী আজ কুষ্টিয়ায় গড়াই নদী খনন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা যদি কাজ শুরুর আগেই সব জায়গায় দুর্নীতি খুঁজে বেড়ান তাহলে কি করে চলবে। আপনারা আমাদের সহযোগিতা করুন, তাহলে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।