দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠায় ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানেও শুদ্ধাচার বা আচরণবিধি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে এ নির্দেশনা দিয়েছে ব্যাংক ও আর্থিক খাতের এ নিয়ন্ত্রণ সংস্থা।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। ১২ ডিসেম্বর এ নির্দেশনা সব আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এর আগে ব্যাংকগুলোকে এ আচরণবিধি বাস্তবায়নে নির্দেশনা দেয়া হয়।
আর্থিক প্রতিষ্ঠানগুলোর সততা, নৈতিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি এবং পণ্য ও সেবা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এ আচরণবিধি তৈরি করেছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা আচরণবিধির আলোকে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব আচরণবিধি তৈরি করতে হবে; যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংক যে আচরণবিধি তৈরি করেছে তার বিধির মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাহক, মালিক ও কর্মীসহ সংশ্নিষ্ট সবার স্বার্থ রক্ষা। আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সদস্য, সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ আচরণবিধি প্রযোজ্য হবে। প্রতিষ্ঠানকে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মীদের মূল্যায়ন হবে কাজের ওপর ভিত্তি করে। সব সময় পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে। পেশাদারিত্ব বজায় রাখতে সেবার মান নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আচরণবিধিতে বলা হয়েছে, গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করতে হবে। আর্থিক প্রতিষ্ঠানের একজন কর্মী যে কাজ করেন তার কাছে গ্রাহকের সেই সম্পর্কিত তথ্য থাকবে। অন্যান্য তথ্য থাকবে না।
আর্থসামাজিক উন্নয়নের জন্য দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা করতে সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করছে।
আজকের বাজার: এলকে/ ১৩ ডিসেম্বর ২০১৭