সারাদেশে চলমান শুদ্ধি অভিযান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এরকম অভিযান আগে থেকেই চলছে। দুর্নীতির বিরুদ্ধে সরকার সবসময় সোচ্চার। এরকম অভিযান চলছে চলবে, যতদিন দুর্নীতি বন্ধ না হবে।
রোববার দুপুরে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরুনিমা গ্রুপের ডিএমসি অ্যাপারেলসের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অরুনিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক ফারুকুল ইসলাম, মহা ব্যবস্থাপক সৈয়দ হামিদুল করিম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মঞ্জুসহ আরও অনেকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা দুর্নীতি করে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। এটি চলমান প্রক্রিয়ার একটি রূপ মাত্র।’
আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, আমরা যখন ক্যাসিনো, সন্ত্রাস, জঙ্গি, মাদক নির্মূলের কাছাকাছি পর্যায়ে এসেছি, তখন আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, তিনি দেশে সুশাসন প্রতিষ্ঠা করবেন।
আজকের বাজার/এমএইচ